সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বিশেষ অভিযানে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
তারা হলো, পটুয়াখালীর বাউফল উপজেলার নিমধি গ্রামের হুমায়ূন কবির (৪২), ইন্দ্রকুল গ্রামের চালক আল আমিন (৩০), ভোলার চর ফ্যাশন উপজেলার চরফ্যাশন গ্রামের জুয়েল বেপারী (৩২) ও চাঁদপুরের শাহারাস্থী উপজেলার দোইয়ারা এশাতরী গ্রামের ফরিদ (৩০)। র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম’র দিকনির্দেশনায় রোববার বিকেলের দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত ২টি প্রাইভেটকারসহ নগদ প্রায় ৫ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।